• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

লকডাউনে যাচ্ছে অস্ট্রিয়া (ভিডিও)

আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২১, ১৮:০৫
অস্ট্রিয়া

করোনা সংক্রমণ বাড়ায় আগামী সোমবার থেকে ফের লডকাউন ঘোষণা করতে যাচ্ছে ইউরোপের দেশ অস্ট্রিয়া।

অস্ট্রিয়া চ্যান্সেলর আলেক্সান্ডার শ্যালেনবার্গ শুক্রবার (১৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জানান, লকডাউন ২০ দিনের জন্য কার্যকর থাকবে। তবে ১০ দিন পর এই সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

পশ্চিম অস্ট্রিয়ায় দেশের নয়টি প্রদেশের গভর্নরের সঙ্গে বৈঠকের পর চ্যান্সেলর আলেক্সান্ডার শ্যালেনবার্গ বলেন, ‘আমরা পঞ্চম ঢেউ চাই না।’ আগামী ১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রিয়ায় করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করা হবে।

ইউরোপের প্রথম দেশ হিসেবে শরতকালে ফের লকডাউন আরোপ করল অস্ট্রিয়া। যারা টিকা গ্রহণ করেনি তাদের জন্য লকডাউন আরোপের সময় চ্যান্সেলর বলেছিলেন, ‘আমরা এই পদক্ষেপ হালকাভাবে নিচ্ছি না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা প্রয়োজন।’

অস্ট্রিয়ায় বর্তমানে ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিরা খুব সীমিত কারণে বাড়ির বাইরে যেতে পারেন। যেমন কাজে যাওয়া বা খাবার কিনতে। সোমবার থেকে এই নিয়ম সবার জন্যই প্রযোজ্য হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় অস্ট্রিয়ায় ১৫ হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। সূত্র: ইনডিপেনডেন্ট

এফএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের দিন লকডাউনের ডাক এবি পার্টির
X
Fresh